প্রস্থানে সম্মতি



তোমাকে সময় নিয়ে
বলতে ইচ্ছে করে—
আমার ক্ষতজুড়ে বেড়েছে শুধুই
তোমার আনাগোনা।

যে-চিত্তদাহে নেই তোমার স্মৃতি,
বিনা বাক্যে প্রস্থানে দিয়েছি সম্মতি,
তোমায় যতটা রেখেছি সযতনে...
কোনো তার দ্বিধা রাখিনি এ মনে।

অহেতুক আবেগের ভিড়ে
বিদায় দিয়ো আমায়,
নীড়ে ফিরতে চাওয়া
শুধু সময়ের অপচয়।