প্রশ্নোত্তর

: আমি সকাল, না কি রোদ?
: তুমি পূর্ণতা নও, মধুর প্রতিশোধ।
: আচ্ছা, তবে আমি জল, না কি আগুন?
: তুমি চঞ্চলা, তবু ফাগুন।
: আমি অবলা, না কি ক্ষণা?
: কিছুটা রহস্যময়ী, আর বাকিটা অজানা।
: আমি লাস্যময়ী, না কি শুধুই ললনা?
: তুমি প্রেমিকা, আর তার সাথে কিছুটা ছলনা।
: তা-ই? আমি ঠোঁটকাটা, না কি লাজুক?
: উত্তর নেই, সময়মতোই নাহয় ঢাকটা বাজুক।
: আচ্ছা, আমি বিরিয়ানি, না কি রুটি-তরকারি?
: তুমি দুপুরবেলার ভাতের মতন দরকারি।
: হা হা… যা বলেছ! আমি খুব শান্ত, না কি ঝগড়াটে?
: তুমি মন-খুলে-গল্প-করা ধাঁচের ভাড়াটে।
: আমার সাথে আপনি, না কি তুইটা বেশি যায়?
: তোমাকে কেবল তুমি ডাকেই মানায়।
: আমি কপট, না কি আয়না?
: তোমাকে হাতের কাছে পাওয়া যায়, ছোঁয়া তবু যায় না।
: আমি বিজ্ঞান, না কি রূপকথা?
: তুমি হাসতে হাসতে মনে-পড়ে-যাওয়া পুরোনো কোনো ব্যথা।
: আমি নর্তকী, না কি পবিত্র?
: তুমি রহস্যময়ী অন্ধকার এক চরিত্র।
: শেষ প্রশ্ন। বলো তো, আমি সমুদ্র, না কি ঢেউ?
: বাদ দাও, তোমাকে অতটা আবিষ্কার করতে পারবে না কখনও কেউ!
Content Protection by DMCA.com