পরিবর্তন

 আমি নিশ্চিত,
 তোমার মন খারাপ;
 আমি খেয়াল করেছি,
 তুমি আগের মতো
 আর কথা বলো না,
 কীরকম জানি চুপ করে থাকো।
  
 একদিন তুমি তোমার পুরোটা হৃদয় দিয়ে
 যা ভালোবাসতে,
 আজ তা নিয়ে কোনও কথাই
 তুমি আর বলো না।
  
 মানুষ যা ভালোবাসে,
 তা নিয়ে কিছুই বলতে না পারলে
 ধীরে ধীরে পাগল হয়ে যায়। 
Content Protection by DMCA.com