নির্লিপ্ততা



কবিতারা যে অলৌকিক—
কেবল অনুভবই করা যায়,
ছোঁব কী উপায়ে?

তুমি যেন কবিতার মতন সত্য।
সহজে পেয়ে-যাওয়া
বসবাসের চুক্তিতে...
করিনি আমি স্বাক্ষর,
তোমার কাছে অধরা...
থেকে যাবার উদ্দেশ্যেই—হলাম রওনা।

আমার অস্থিরতার আভাসটুকুও যেন—
তোমার শরীর অবধি না পৌঁছে,
আমার দীর্ঘশ্বাস যেন—
তোমায় বিব্রত না করে কখনও।

তোমার কাঁপা কণ্ঠস্বর...
আমার ভালোবাসা ছোঁবে না তবুও।