নিভৃতে বুনি



বুকের গভীরের নদীটা কেমন?
শান্ত? না কি উত্তাল?
বিবেকের কাছে কতখানি প্রশ্নবিদ্ধ?

অতৃপ্ত আলিঙ্গনে পোড়ে
বিনিদ্র চোখ,
সুতীব্র ঘ্রাণে দেখি
তোমার ছায়া।

তাকিয়ে থাকি
মৃত্যুর ওপারে;
ধীর পায়ে ফিরে আসি আবার,
নিভৃতে বুনি সুখের স্মৃতি।