ইদানীং সহজ ও স্বাভাবিক হতে ভুলে গিয়েছি। নানাবিধ প্রসাধন। বহিরঙ্গের উজ্জ্বল প্রয়াসে অন্তরের ম্লানিমা ঢাকি প্রানপণ। সমস্ত সঙ্গতি অপ্রস্তুত প্রতিপদে। অদৃষ্টের রিক্ত পরিহাসে বড়োই কঠিন ফেরা জীবনের সহজ বিশ্বাসে। নিকটে প্রত্যহ নেই। ভবিষ্যত এবং অতীতে প্রত্যহের মৃত্যু দেখি। এ-ই শুধু অন্তিম সান্ত্বনা— রুদ্ধতার ম্লান কেন্দ্রে চিরন্তন দাঁড়াতে পারবে না। সহজের স্পর্শ পেলে অবরুদ্ধ প্রস্তরের স্তূপে কুসুমের সম্ভাবনা। প্রস্রবণে ভাসে বর্তমান। আনন্দিত স্পর্শে সাজে ম্রিয়মান শুকানো বাগান। নিকটে প্রত্যহ নেই। সমস্তই সাম্প্রতিক ভ্রম। সহজের ভূমিকায় একদিন করে যাব সব অতিক্রম।