নিউ ইয়ারস রেজল্যুশনস: ২০১৬

এক। বাসায় আরও একটু বেশি সময় দেবো।

দুই। অহংকার আর রাগ কমিয়ে ফেলবো।

তিন। ইয়ে মানে, যা যা অন্যকে করতে বলি, সেগুলি নিজে ‘আবারও’ করা শুরু করবো।

চার। লোকজনকে ব্লক করা কমিয়ে দেবো।

পাঁচ। ভালো ব্যবহার করার চেষ্টা করবো।

ছয়। আমাকে সবচাইতে বেশি অপছন্দ করে, এরকম অন্তত ১০ জন লোককে বন্ধু বানিয়ে ফেলবো।

সাত। সুইসাইড করতে নিরুৎসাহিত করার কাজটি আবারও শুরু করবো। কাজটি অতি যন্ত্রণাদায়ক এবং বিরক্তিকর; তবুও করবো। সম্পূর্ণ নিজের চেষ্টায় এখনও পর্যন্ত মোট ৫৯ জনকে আত্মহত্যার হাত থেকে ফিরিয়ে আনতে পেরেছি। তবে মেয়েদেরকে হেল্প করতে গেলে প্রায়ই একটা সমস্যায় পড়তে হয়। ‘হেমলক সোসাইটি’ দেখেছেন তো? সমস্যা এটা নয়, কোনও মেয়েকে এটা নিয়ে কাউন্সেলিং করলে সে মেয়েটি আমার প্রেমে পড়ে যায়; বরং সমস্যা হল এই, কোনও-কোনও মেয়ে বিয়েও করতে চায়। প্রেমে পড়া যাবে, কিন্তু বিয়ে করতে চাওয়া যাবে না। আমি কি শবনম, মার্গারিট, সুচিত্রা, দিব্যা ভারতী, হেপবার্ন এদের কাউকে কখনও বলেছি, আমাকে বিয়ে কর, করতে হবে? বিশ্বাস না হলে ওদেরকে জিজ্ঞেস করেই দেখুন না, বলেছি কি না!

আট। ক্যারিয়ার আড্ডা কমিয়ে দিয়ে আরও কিছু বই পড়ে ফেলবো, আরও কিছু মুভি দেখে নেবো, আরও কিছু জায়গায় ঘুরে বেড়াবো।

নয়। অন্তত একটি নতুন ভাষা শিখব এবং সে ভাষায় কথা বলতে পারে, এমন কারওর সাথে প্রেম করবো।

দশ। ইউরোপে পড়াশোনা করতে যাওয়ার ব্যাপারে সত্যি-সত্যি ভাববো।

এগারো। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বৃদ্ধাশ্রমগুলি আছে, সেগুলি ঘুরে-ঘুরে দেখব আর ওসব বাবা-মা’দের সাহায্য করবো।

বার। কলিগদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবো।

তেরো। অন্তত ৭টি গ্রামে গিয়ে গ্রামের বেকারদের নিয়ে বসবো, ওদেরকে ভালো কিছু করার পরামর্শ দেবো।

চৌদ্দ। ক্যারিয়ার বিষয়ক লেখা কমিয়ে আগের মতো কিছু ফিকশনধর্মী লেখালেখি করবো।

পনেরো। প্রতিষ্ঠানপ্রধানদের সহযোগিতা পেলে বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার ইচ্ছে আছে।

ষোলো। ইয়ে মানে, আগামী নভেম্বরের ২ তারিখের আগেই বয়স ৩২+ হওয়ার আগেই বিয়েটা, ইয়ে মানে, যদি কোন সহৃদয়া দয়া করে রাজি হয়ে যায়……… কাউকে ভালো লেগে গেলে, সাহস করে সত্যি-সত্যি ‘ভালোবাসি’ বলে ফেলবো। হয়তো রিফিউজড হবো, তবুও…………

সতেরো। পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করবো।

আঠারো। ছোটখাটো সমস্যায় ডাক্তার দেখাতে আলসেমি করবো না।

উনিশ। লিখি, লিখি করেও লেখা হয়ে ওঠে না, এরকম কিছু লেখা শেষ করবো।

বিশ। ……………….(আপনি একটা বুদ্ধি দিন আমাকে)

একুশ। উপরের রেজল্যুশনগুলি ২০১৭ সালের জন্য ফেলে রাখবো না।

আপনারগুলি?

(আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত অনুরোধ: উপরের কোন কথার ব্যত্যয় দেখলেই সাথে-সাথে আমাকে দয়া করে মনে করিয়ে দেবেন, “ভাই, আপনি না বলেছিলেন…………”)

Content Protection by DMCA.com