নদীব্রহ্ম

নদীর নাম সুখ,
ওতে প্রেমে লুকোই মুখ;
সে যায় চলে যায় দূরে,
তাকায় না ভুলেও ঘুরে।

প্রাণভরা হাসি…কী নিবিড়!
ছায়ায় ঘেরা দুই তার তীর—
ডাক দেয়, স্মৃতি করে ভিড়।

ঢেউয়ে তার রুপোর রৌদ্র হাসে,
সুরে তার সারাজীবন ভাসে;
একই দেহে কত ভালোবাসা…
জলের আদরে জাগে শত আশা।

আরতিতে সন্ধ্যাপ্রদীপ জ্বলে,
মানুষ ও শব তার‌ই সাথে চলে,
উপাসনায় একে নদীব্রহ্ম বলে।

নদীর নাম শান্তি,
এর অঙ্কে মেটে ক্লান্তি,
মায়ায় বাঁধলেই হয় ভ্রান্তি।
Content Protection by DMCA.com