ধুলাঘর

ভাঙে ঘর, ভাঙে খেলাঘর,
ভরে দিক ধুলায় ধুলায়;
মূক ব্যথা জমে হৃদি 'পর
ধুলা! নয়ন তবুও ভুলায়।




জানি—আর পিছে চাওয়া নয়,
গেছে মিটে হিসাব-নিকাশ;
জানি—বৃথা স্মৃতিসঞ্চয়,
তবু কেন নিভৃত শ্বাস?




মিছা যদি ক্রীড়া-অঙ্গন,
কায়া যদি শুধুইরে ছায়া—
সময় যদি অখিল-হরণ,
তবে সবশেষে কেন মায়া?




নাই ওরে, শেষ তার নাই
শুধু ভাঙা মনবিভ্রম;
খেলা যা, রয়েছে তো তা-ই
চিরসত্য কামনা পরম।




কামনা সে অতীতেরে টানে
রাখে ধরে অসীমের বুকে;
সুখ-দুখ এক বলি, মানে
লাভ কি ক্ষতি, একত্রে চুকে।




রচিল সে কী বিপুল গেহ!
খেলিছে যে সদাতন খেলা;
খেলাঘর লাগি তাই যত স্নেহ
ফুরায় না খেলিবার বেলা।
Content Protection by DMCA.com