দ্বৈততরঙ্গ

নির্জন হও,
সম্পূর্ণ নির্জন হও;
বাজবে তবেই সুর
নিঃসঙ্গ হৃদয়ে—
ধ্যানমগ্ন!




নাম তারই মায়াবতী,
চৈতন্যে যা প্রতিধ্বনি!




সে এক আশ্চর্য গভীর,
অব্যক্তের অনুভূতি
কবিতার মিলে!




পাহাড়ের ফাটলে ফাটলে
এ জীবন-অভিযান—
জ্যোতির্ময় অনন্তের সাথে 
ধীরে মিলে যাওয়া
অদ্বৈত-পর্বত-অঙ্গে।




রবিদীপ্তির
পাকদণ্ডী বেয়ে
চূর্ণিত তুষারে একা
পদচিহ্ন রেখে
চলে যাওয়া!




উত্তুঙ্গ শিখর আর
আনত আকাশ
রাখীবন্ধ
দ্বৈততরঙ্গের রঙ্গে!
Content Protection by DMCA.com