টুকরো ভানের খেলা

বিচ্ছিন্ন কিছু শব্দের কাটাকুটি,
শব্দের সঙ্গে অপেক্ষা মিলে দারুণ এক জুটি!




জীবনটা হয়তো জুয়াখেলা কিংবা তাসের ঘর,
বাইরে বাইরে ততটাই আপন, ভেতরে যতটা পর।




জগতসংসারের মায়ামোহ যত,
সব ছেড়ে পালিয়ে যাবার আগ্রহ তীব্র তত।




পালিয়ে যাব কোন দিকে?
ঘেরাও যে করা সব দিকে!




চারিদিকে কত লোভলালসার রং…সবুজ আর সবুজ,
আমি কখনও কিছু ভেবে না দেখার ভান করি, যেন সত্যিই অতটা অবুঝ!




অবশ্য জীবন তো টুকরো টুকরো ভানেরই খেলা,
চতুর্দিকে আমারই মতন ভণ্ড সাধু-পিরের মেলা!




হারিয়ে যাবার ইচ্ছেখানা পালিয়ে যাবার শক্তির চেয়েও প্রবল,
অথচ শুধু আমাকেই নাকি শেষবেলাতে হাজিরা দিতে হবে, আমিই নাকি একমাত্র সবল!




তাই কোনও কথা ছাড়াই,
সেই পথে পা বাড়াই,
যে পথে যাবার কথা ছিল নাকি…অন্য কারও!
চলেই যাচ্ছি তবে, হয়তো দেখা হবে পথে আবারও!
Content Protection by DMCA.com