তুমি ভীষণ বাড়াবাড়ি রকমের...
ভালোবাসতে জানো।
তোমার গায়ে, মাথায় হাত বুলিয়ে দিই?
আবার এত জ্বর বাধিয়েছ!
তুমি ইচ্ছে করেই এমন করো, তাই না?
জ্বর এলেই—তুমি আমার হাতটা শক্ত করে ধরো;
তোমার নিঃশ্বাসের খুউব কাছে যেতে ইচ্ছে করছিল—
তোমাকে বুকে জড়িয়ে না রাখলে, জানা হতো না....
তোমার ভেতরে এত পাগলামি;
সবাই এমন বাড়াবাড়ি রকমের ভালোবাসার ক্ষমতা রাখে না।
তুমি অসম্ভব বেশি যত্নে রাখতে জানো।
তোমার সম্মতি পাওয়া ভীষণ কঠিন,
তোমার হৃদয়ে জায়গা করে নেওয়া—
তীব্র অপেক্ষার অবসান।
তোমাকে ছুঁতে পারা—বড়ো সৌভাগ্যের।