জীবনসঞ্চয়

আমার শারদসকালে শিউলির সাথে,
যত ভালোবাসা আমি তুলে দিই হাতে,
সে কি তুমি নিজহাতে নাও?
আমার পূজার দীপ জ্বালি সযতনে,
অনিমিখে চেয়ে যদি থাকি মুখপানে,
ওগো, তুমি দেখতে কি পাও?

আমার বসন্তে কৃষ্ণচূড়ার সাথে,
তোমার দু-চোখের ফাগুনপ্রাতে,
দোলে যে সুখে আমার এই মন;
আমার চাঁদনি রাতে হৃদয় উন্মুখ,
তোমাকে চায় পেতে যা যতটুক,
তুমি তা করো কি কখনো যতন?

আমার মালাখানি পরাই যখন,
দোলাই তার সাথে জনম-মরণ,
তখন কি এ মুখ চেয়ে হাসো?
দুঃখে-সুখে ভরা যত জীবনসঞ্চয়,
তোমার হাতে তুলে দিই ভুলে জয়,
তখন কি আমায় ভালোবাসো?