ঘুম ভেঙে তন্দ্রা

১. ঘুম ভাঙার পরেও, যতক্ষণ অবধি তোমার শব্দ না শুনি, আমি চোখ খুলি না।




২. আমি একজীবনের সব কান্না একসাথে কেঁদে ফেলেছি। হাজার চেষ্টা করেও আর কাঁদতে পারি না!




৩. তোমার হাত ছেড়ে দিয়ে একাকিত্বের হাত ধরে রাখাই বরং সহজ।




৪. তোমাকে আমার সময় দিয়েছি মানে জীবনের অংশই তো দিয়ে দিয়েছি। আর তুমি দুটো কথা পর্যন্ত বলোনি; স্রেফ তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়েছ।




৫. আগে সবসময় চাইতাম, তুমি যেন থেকে যাও। আর এখন কেবলই প্রার্থনা করি, তুমি যেন দূরে চলে যাও। তুমি দূরে থাকলেই বরং আমার ভালোবাসতে সুবিধে হয়।




৬. আমি প্রচণ্ডভাবে ভালোবাসতে জানি, তবুও তোমায় ভালোবাসব না। এটাই আমার ক্ষমতা।




৭. আমি অনন্তকাল ধরে তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছি। জলদি এসো, আয়ু ফুরোনোর আগেই অপেক্ষার হিসেবগুলো বুঝিয়ে দিতে চাই।




৮. আমার ঘরে আসতে চাও, ঠিক আছে। কিন্তু নিজের ঘর ভেঙে কেন আসতে হবে?




৯. আমার শুধু নিজেকেই হিংসে হয়, অন্য কাউকে নয়।




১০. তোমরা আমার হাতের লেখা পড়তে চাও, অথচ আমার চোখে যে হাজারো শব্দ খেলা করে, তোমরা সেটা ধরতেই পারো না। কেমন পাঠক তোমরা?
Content Protection by DMCA.com