কেবলই কথার কথা

 আচ্ছা ধূসর,
 কেন তোমার মনে হয় যে---
 পৃথিবীর সমস্ত অপ্রয়োজন, ভীষণভাবে ঘাপটি মেরে, কেবল আমার ফোনের ওপারেই অপেক্ষায় থাকে...
  
 যে কণ্ঠ সময়ে সময়ে শুধু বলে যায়---
 'তোমার জন্য কিছু করতে পারলে, আমার খুব ভালো লাগবে।'
 'কোনো প্রয়োজনে আমায় কল দিয়ো।'
 'তোমার কোনোভাবে কোনো উপকার করতে পারলে, আমি কৃতজ্ঞ থাকব।'
  
 অথচ এ-প্রান্তের তরঙ্গ,
 রিক্তহাতে---
 ও-প্রান্ত থেকে ফিরে আসে!
  
 এমন নয় যে তাকে ছাড়া হবেই না---আসলে তার ভালোলাগাটাকে প্রাধান্য দিতে চাওয়া অবুঝ মন...
  
 বোকা মনটা শুধু বুঝতে চায় না---মানুষ কেবল কথার কথাই বলে...