কিছু ‘যদি’র জীবন



তোমার অস্তিত্বও বিপন্ন হবে,
সহস্রাধিক মুহূর্তকে আমি—
যত্নে লালন না করলে।

তোমার আত্মাকে যদি
ছুঁয়েই যেতে না পারলাম—
সেটা আবার কীসের ভালোবাসা?

তোমার মস্তিষ্কের পীড়নে,
যদি আমার স্মৃতির স্থায়িত্ব
বাড়াতেই না পারলাম—
সেটা আবার কীসের কাছে আসা?

তোমার নিঃশ্বাসজুড়ে,
যদি আমার বিস্তৃত সমাধিই না সাজালাম—
সেটা আবার কেমন স্বান্তনা?

তোমার চোখের দৃষ্টিতে,
যদি আমার জন্য...
মায়াই না দেখতাম—
সেটা আবার কীসের ফিরে আসা?