কথা রাখা শেষ হলে

কথা ছিল, সমুদ্রে যাব।
তুমি হবে ঢেউ, আমি তীর;
মুছে যাবে সব ক্ষত সোহাগের স্রোতে…
কথা ছিল, ছিলেম তাই অপেক্ষায় অধীর।




কথা ছিল, বাঁধবে অন্তহীন প্রেমে,
হৃদয়ে তোমার থাকবে না কোনো সীমানা।
হৃদয়টা যে তোমার চৌরাস্তার ঝালমুড়ি,
এ ভীষণ সত্য ছিল আমার অজানা।




কথা ছিল আমৃত্যু পাশে থাকার,
বিচ্ছেদকে তাই মৃত্যু বলেই মানি।
আমার হৃদয় তোমার লাশের ঘর,
শ্মশানবুকে চাই না নিতে টানি।




কত কথা থাকে, আর কত ব্যথা!
কথা রাখার হঠাৎ হয় যে ইতি!
মানুষ বুঝি হারিয়ে যায়?
না তো! হারায় আর কোথায়!
হারায় কি বলো দুঃখ কিংবা স্মৃতি?