এমন কাউকেই চাই

 

 আমি এমন কাউকেই চাই,
  
 যে আমার চোখের ভেতর বয়ে-যাওয়া ঝড়গুলিকে দেখতে পায়।
  
 এবং, যে আমার খুঁতগুলিকে জেনেও প্রতিরাতেই আমাকে মায়াভরা 'শুভ রাত্রি' পাঠায়।
  
 যে আমাকে বার বার 'ভালোবাসি' লিখে পাঠাবে, কেননা আমার সত্যিই জানা প্রয়োজন, সে আমাকে এখনও চায় কি না।
  
 যে আমাকে জিজ্ঞেস করবে, আমরা এখন কোন মুভিটা দেখব, যদিও গত বারও আমিই ঠিক করেছি, কোন মুভিটা দেখব।
  
 যে ভিড়ের মধ্যেও আমার হাতটা ধরে রাখবে এবং যে আমাকে তার সামনেই জড়িয়ে ধরবে, যে মানুষটা তাকে পছন্দ করে।
  
 যে আমাকে প্রতিদিনই ভালোবাসবে, প্রতিদিনই মিস করবে, এবং তার জীবনে আমি যে কী, তা প্রতি মুহূর্তেই বোঝাবে। 
Content Protection by DMCA.com