আমার কপালে তোমার হাতদুটো রাখো... এমনভাবে, যাতে মনে হয়, ওই হাতদুটো আমারই!
তোমার জীবনে আমাকে এমনভাবে রেখে দাও, যাতে তোমার হাতে খুন হতে হতে অনুভব করতে পারি... এতটা তীব্রভাবে বেঁচে আছি আমি!
আমাকে এমনভাবে ভালোবাসো, যাতে বেঁচে-থাকাকে সুন্দর মনে হয়, যাতে আমার হৃদয়ে তোমাকে টের পাই।