ভেতরের ঘরে বসে থাকো, বেরিয়ো না। দরোজা-জানালা বন্ধ করে রাখো, খুলো না। এমনভাবে থাকো, যাতে তোমার সামনে ও পেছনে দেয়াল থাকে। দেয়াল তোলো, দেয়াল তুলতে শেখো। যাদের দেয়াল দেখানোর কথা, তাদের চেহারা দেখিয়ো না। মাথায় রাখো, এগোবার রাস্তা না পেলেও ফেরা যাবে না কোনোভাবেই। এখানে সব অন্ধকার। এখন সব অন্ধকার। আলো পেতে চাইলে আগে অন্ধকার টের পেতে হয়... অন্ধকারের সৌন্দর্য এখানেই। তোমার পরিচয় নেই---আপাতত এই-ই তোমার পরিচয়। দিনে দিনে সাহস বাড়বে, তার সাথে বাড়বে তুমিও। ...একসময় টের পাবে, চুপ করে লুকিয়ে থাকার মানে শক্তিহীনতা নয়, বরং শক্তির অপচয় কিছুটা রোধ করা। সময় থাকতে কখনও শক্তি ফুরোতে নেই। শক্তি ফুরিয়ে গেলে যে আর সময়ই থাকে না!