ঋণখেলাপি

মনের শক্তি বাড়ানোর জন্য কেউ গুরুর আশ্রয় নেন, কেউ এ বিষয়ে বিভিন্ন বই পড়েন, কেউ ধ্যান করেন, কেউ বড়ো বড়ো মানুষের লেকচার শোনেন, কেউ সাধুসঙ্গ করেন, কেউ কাউন্সিলিং নেন। আরও কত-কী যে করে মানুষ মনের শক্তি বাড়াতে! সাধু, মহারাজ, মোহান্ত, সন্ন্যাসী, প্রভু, স্বামী, পুরোহিত, প্যাস্টর, ফাদার, বিশপ, ভান্তে, ভিক্ষু, পির, ফকির, বাবা, মা, মাওলানা, দরবেশ স্থানীয় ঈশ্বরের সেবকদের রীতিমতো ঘুম হারাম করে ফেলে মানুষ মনের শক্তিবৃদ্ধির আশায়।

কেন অমন করে মানুষ? এখানে মূল কাজটি হচ্ছে: চাপকে চাপ মনে করা যাবে না, হাসিমুখে সহজভাবে নিতে হবে। যেখানে যত যা-কিছুই হয়ে যাক, নিজের কাজগুলি অবিচল চিত্তে করে যেতে হবে। ঘাবড়ে যাওয়া যাবে না, নিজেকে শান্ত রেখে ঠান্ডা মাথায় সব সিদ্ধান্ত নিতে হবে। ভাবতে হবে, চাপ‌ই সুন্দর, চাপ‌ই স্বাভাবিক। লোকে যা বলে বলুক, চারপাশে যা ঘটে ঘটুক—ওসবকে আমলে নেওয়া যাবে না।

আসুন, খণখেলাপিদের দিকে একটু তাকাই। ওঁদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শত-শত, এমনকি হাজার কোটি টাকার ঋণ নিয়েও কীরকম নির্বিকারভাবে ওঁরা ঘুরে বেড়াচ্ছেন, ব্যাবসা করছেন, সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করছেন! স্যালুট জানাই! ওঁদের দিকে তাকালে বুঝতেই পারবেন না যে, অত বোঝা বহন করেও মাথাটা ওরকম সোজা রেখে নিরুদ্‌বিগ্ন হয়ে হাঁটছেন! অসীম চাপ নেবার এমন প্রস্তরকঠিন মানসিক গঠন আপনি আর কোথায় পাবেন?

তাই বলি, এরকম হন্যে হয়ে গুরু, মহাত্মা, মোটিভেশনাল স্পিকার, ধর্মপ্রাণ মানুষ, নির্জন ধ্যান, আন্তরিক বন্ধু, বই-লেকচার-মুভি ইত্যাদির পেছনে না ছুটে বরং দেশের ঋণখেলাপিদের সাথে মেশার চেষ্টা করুন, মিশতে না পারলে তাঁদের সম্পর্কে জানুন। যদি এমন বড়ো মানুষের কাছাকাছি যেতে না-ও পারেন, তবে যাঁরা লোকের কাছ থেকে ধার নিয়ে তা ফেরত না দিয়ে মনের অসীম শক্তির জোরে নির্লজ্জের মতন দুশ্চিন্তাহীন জীবনযাপন করছেন, তাঁদের সাথে মিশুন, আলাপ করুন। এই মানুষগুলো চাপকে চাপ‌ই মনে করেন না, এমনকি টাকা ফেরত দেবার কথা ভুলে যাবার মতন ভুলোমনা হয়ে যেতে পারেন যখন-তখন! এঁদের কথা একটাই: "টাকাটা দিয়েছে বলেই তো নিয়েছি! তাহলে এখানে আমার দোষটা কোথায়? টাকা ফেরত দিতে হয় তো দেবো! এটা নিয়ে এত বাড়াবাড়ির কী আছে? টাকার এত দরকার হলে টাকাটা দিতে গিয়েছিলে কেন?" এঁরাই এ যুগের ডেল কার্নেগি, মনের শক্তি বাড়াতে এঁদের কাছে গেলে আপনার কাজটা সহজ হয়ে যাবে।

কীসের লজ্জা? কীসের ভয়? কীসের উদ্‌বেগ? কীসের চাপ? নির্লজ্জের যে সাতখুন‌ও মাফ! মনের শক্তি বাড়াতে তাই নির্লজ্জ লোকের সাথে মিশুন; দেখবেন, কোনো চাপকেই আর চাপ মনে হবে না। লজ্জাহীনের কাছে পৃথিবী সুন্দর।