ইগো আর এগ-টাইমার




ইগো সবসময়ই তর্ক ভালোবাসে। সে বলে— “তুমি ভুল শব্দ ব্যবহার করেছ।” “তুমি এক জায়গা বাদ দিয়েছ।” “এটার মানে এটা, ওটা নয়।” “আমার দৃষ্টিভঙ্গি তোমার চেয়ে সূক্ষ্ম।” “আমার কথা বলার ক্ষমতা তোমার সীমিত শব্দভাণ্ডারকে হার মানায়।”

এভাবে চলতেই থাকে—ইগো সবসময় এমন সব প্রশ্ন তোলে, যার কোনো শেষ উত্তর নেই। “ও হ্যাঁ, কিন্তু এটা কীভাবে ব্যাখ্যা করবে…?” তারপর আবার, এবং আবার। ইগো পৃথিবীর সব কিন্তু-কে এনে হাজির করে।

তুমি যদি জীবনের মানে, ধর্ম বা আধ্যাত্মিকতা, রাজনীতি বা অর্থনীতি নিয়ে কোনো তর্কে জড়িয়ে পড়ো—তাহলে তোমার জীবনে একটা ডিম সেদ্ধ করার টাইমার (Egg Timer) বসিয়ে দাও।

কারণ তর্কে ইগোর ক্ষুধা অশেষ। সময়সীমা বেঁধে না দিলে, সে তোমার পুরো শক্তিই খেয়ে ফেলবে।