আশিসার্থী

ন‌ই আমি, ন‌ই কিছু—প্রভু তুমি, সবই তুমি,
একান্ত নির্ভর মম; সকল সত্যে তোমা চাই,
প্রেম-ভক্তি-শ্রদ্ধাভরে যেন তব শ্রীচরণ চুমি,
বন্দনার নীরব সুরে জয়গান তোমারি গাই।




প্রেমঘন হে! করো সত্য মম তব পদে সমর্পণ,
প্রণতির মধুমন্ত্রে যেন শুভ্র ভক্তিশিখা জ্বালি,
র‌ই তোমারি সান্নিধ্যে নবজাত শিশুর মতন,
অঞ্জলি সমস্ত দিই নির্বিশেষে তব অঙ্কে ঢালি।




ফোটাও আমারে ফুলের মতন
তোমার আলোক দানি,
তোমামুখী করো চেতনা আমার
দিব্যপ্রভাব আনি।




তোমাপানে যাক হৃদয় খুলে,
চেতনায় তোমার লহ আমা তুলে,
তোমার প্রসাদে করো দেবারতি
আমার জীবনখানি।




মেলো আমায় সত্যস্বরূপে
ভাঙো মোর অহমিকা,
সাধনার বাধা করো খণ্ডন
জ্বেলে তব প্রেমশিখা।




ও চরণে রাখো জীবনাঞ্জলি,
তোমার মন্ত্রে উঠি যেন জ্বলি;
জীবনে আমার হোক সার্থক
তোমারি আশীর্বাণী।
Content Protection by DMCA.com