মনের আয়না—
নিজেকেই দেখে আয়নায়,
ছায়াকেই নেয় ভেবে বস্তু।
প্রতিচ্ছবির প্রতিচ্ছবি—
জন্মায়নি কখনও, সত্য নয় তাই।
বিচ্ছেদ, সে কেবলই এক গুঞ্জন,
শূন্যতায় নাচে ছায়া—
যেখানে শূন্যতাকে পারে না ছুঁতে কিছুই।
মনের সেই গুঞ্জন সৃষ্টি করে—
একজন অনুসন্ধানী,
একটি পথ,
একটি অতীত কিংবা অতীতের স্বপ্ন।
এ গুঞ্জন কেবল তারই প্রতিধ্বনি—
নিজের ভেতরেই ওঠে জেগে,
নিজের ভেতরেই যায় মিলিয়ে।
প্রতিচ্ছবি আর অপ্রতিচ্ছবি—
হারিয়ে যায় দুই-ই…খোঁজ নিতে গেলে।
ধরা পড়ে না কোথাও, কেননা
অনুসন্ধানী আর অনুসন্ধান—
হয় না কখনও দুই।