আমাকে চাইবার আগে


জেনে রাখো,
আমি এমন মেয়ে নই, যাকে তোমার দরকার শুধুই মজা পাবার জন্য।
আমি এমন মেয়ে নই, যাকে তোমার দরকার শুধুই এক রাতের জন্য।
কিংবা আমি এমন মেয়েও নই, যাকে তোমার দরকার শুধুই সেই সময়টাতে, যখন প্রেমিকার সঙ্গে তোমার দূরত্ব চলছে।


আরও জেনে রাখো,
আমি এমন মেয়ে নই, যাকে তোমার দরকার স্রেফ তোমার বন্ধুদের মনে মুগ্ধতা জাগানোর জন্য।
কিংবা আমি এমন মেয়েও নই, যাকে তুমি চাইছ আর কিছু নয়, শুধুই তোমার প্রাক্তনের হৃদয়ে ঈর্ষা জন্মানোর জন্য।
আমি এমন মেয়ে কোনোভাবেই নই, যাকে তুমি পাশে রাখতে চাও শুধুই এ ভেবে, থাকুক...দেখিই না কী হয়!


আমি তোমার রিহার্সাল-সেশন হতে চাই না,
আমি তোমার ফাইনাল-শো হতে চাই।


আমি তোমার জীবনের সেই মানুষটিই হতে চাই,
যার জন্য তুমি অপেক্ষা করো, যার জন্য তুমি প্রার্থনা করো।
এবং,
যে তোমাকে মাত্র একটাও সুযোগ দিলে, তা তুমি তোমার সৌভাগ্য ভাববে,
কেননা তুমি খুব ভালো করেই জানবে,
আমার মতন আর কাউকেই তুমি কোনোদিনই খুঁজে পাবে না।
হ্যাঁ, আমি তোমার ঠিক সেই মানুষটিই হতে চাই;
নতুবা কিছুই হতে চাই না।
Content Protection by DMCA.com