আবারও বেঁচে ওঠা

আজকাল বুকে পাথর চেপে বাঁচি, কিন্তু বাঁচি... এটাই বড়ো কথা।
খুব মেপে মেপে খাই, ঘুমাই, সেলফি তুলি... এটাও বেশ বড়ো কথা।
রাত জাগতে পারি না, চা খাবার সময় পাই না... এটা আমার জন্য অতিঅবশ্যই বড়ো কথা।
কারুর সঙ্গ লাগে না, মন লাগে না, শরীর লাগে না... এ-ও তো কোনও ছোটো কথা নয়।

আর ছোটো কথাগুলো হলো,
আজকাল নিজেকে একটু একটু করে জাপটে ধরে ভালোবাসতে শিখেছি,
ফেইসবুকের প্রেম আর সত্যিকারের প্রেমের মধ্যে পার্থক্যটা দেরিতে হলেও আমি ধরতে পেরেছি।

আমি ফিরেছি আবারও সেই গল্প-কবিতার কাছে...
আমার সুনীল-হুমায়ূন আবার আমাকে ফিরিয়েছে সেই কিশোরীবেলায়।

আমি এখন শুধু নিজের জন্য সাজতে-গুজতে, শাড়ি পরতে শিখেছি,
কী করে প্রতিটা মুহূর্ত আনন্দে ভাসতে হয়, আমি নিজেকে দিয়ে প্র্যাকটিস করিয়ে করিয়ে শিখে নিয়েছি।

ভাত, চিনি ছেড়ে দিয়েছি সুস্থ থাকার জন্য।
আমি আজকাল জিমেও যাচ্ছি কিন্তু!
ভালোবাসতে আমার ভালো লাগে,
হরদম প্রেমে পড়তে আনন্দ পাই;
নিজেকে হারিয়ে ফেলার ভয়টা আর নেই,
আমি জানি, কী করে না হারিয়েও হারাতে হয়।
আমার তো আজকাল গ্রিনটি'টা পর্যন্ত ভালো লাগে... হা হা হা!

আমার সবই ভালো লাগে, সব্বাইকেই সহ্য হয়।
অনেকের‌ই আমাকে সহ্য হয় না শুনেছি, শুনে অবশ্য ভুলেও গেছি!
অত মনে রাখলে বাঁচব কী ছাই!


আমি বেঁচে উঠেছি, আমি আবারও বেঁচে উঠেছি,
আর এটা আমার কাছে...
মোটেও ছোটো কোনও বিষয় নয়!
Content Protection by DMCA.com