শুধু ক্ষণিকের নয় সে আমার, সে আমার চির-জনমের! শুধু জীবনের নয় সে আমার, সে আমার চির-মরণের! শুধু নিজের নয় সে আমার, সে আমার সারা-পরতের! শুধু মর্ত্যের নয় সে আমার, সে আমার সারা-জগতের! শুধু বিলাসের নয় সে আমার, সে আমার চির-বিরহের! শুধু সোহাগের নয় সে আমার, সে আমার মধু-নীরবের! শুধু প্রেমের নয় সে আমার, সে আমার চির-ভকতির! শুধু আমারই নয় সে আমার, সে আমার সারা-প্রকৃতির! শুধু ভূতলের নয় সে আমার, সে আমার সারা-আকাশের! তবু আবাসের নয় সে আমার, সে আমার চির-প্রবাসের! শুধু নয়নের নয় সে আমার, সে আমার সারা-হৃদয়ের! শুধু গরবের নয় সে আমার, সে আমার মধু-শরমের! শুধু আদরের নয় সে আমার, সে আমার চির-বেদনার! শুধু ধারণার নয় সে আমার, সে আমার চির-সাধনার!