অভিযুক্ত

ঠিক আছে, বিদায় তবে!

কিন্তু আমি জানি,
আমার ভালোবাসার গল্প এবং কবিতাগুলিতে
আমি অভিযুক্ত করব আমাদের দু-জনকেই।

ভেবো না ভুল করেও,
কেবলই নিজেকে অভিযুক্ত হতে দেখে দেখে
একদিন তুমি মুক্ত হবে সমস্ত অনুশোচনা থেকে।

আমার সকল সৃষ্টিতে
অভিযুক্ত করার চাইতে বরং অভিযুক্ত হবার পাল্লাটি
বরাবরই ভারী রেখে দেবো
পরখ করে দেখতে
তোমার দীর্ঘশ্বাস সাক্ষ্য দেয় কি না
আমার জন্য তোমার ভালোবাসার!
Content Protection by DMCA.com