এই যে ব্রহ্মাণ্ড দ্যাখো,
তুলোট কাগজে জললেখা, রাজহংস;
রসাধার অক্ষ-শ্লোক-জপমালা
নিতি-বিকশিত রূপ, রস, গন্ধ ও স্পর্শ
শতরূপায়। প্রসূতি-কাকুতি সত্যব্রত মানি,
উত্তাল সুনীতি। শহরে থাকে মনু, মানুষকে
বনে যায় দেখা। কে বোঝে
তত্ত্ব, সূত্রপাত, নান্দনিক রীতি?
কোথায় আরুণি? গুরু আজও অধ্যেতব্য।
আপন প্রচ্ছায় আত্মরতিতে মগ্ন রয়েছি,
দাও চিন্ময় সম্প্রীতি।