চিনেবাদামের প্রেম আমাদের। ক্লাস বাঙ্ক-করা এলোমেলো প্রেম আমাদের। চুটিয়ে প্রেম করে বাড়ি ফিরে মায়ের হাতে ধরা না পড়বার ফন্দি-আঁটা প্রেম আমাদের। কলেজ ক্যাম্পাসে লাভ-বার্ডস খ্যাত জুটির প্রেম আমাদের। ওদিকে, আইসক্রিমের দোকানে দুর্দান্ত যে প্রেম, সেও আমাদের। ফুচকাওয়ালা মামার সবকটা ফুচকা সাবাড় করার কম্পিটিশনের প্রেম আমাদের। মায়ের ডিটেকটিভ মাইন্ডকে ডাইভার্ট করতে পড়ালেখার নাটকে আরও একটুখানি ব্যস্ত হয়ে পড়া প্রেম আমাদের। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার বাহানায় দরজা আটকে মোবাইলে ফিসফিস করে অবিশ্রান্ত আলাপের প্রেম আমাদের। বৃষ্টির বিলাসিতায় টংয়ের দোকানে ধোঁয়া-ওঠা চায়ের সাথে ক্ষীরের মতো জমে-যাওয়া প্রেম আমাদের। আবোলতাবোল অর্থহীন খুনসুটির প্রেম আমাদের। অজস্র অপরিপক্ব আবেগে ভেসে যাওয়ার প্রেম আমাদের। এক দুষ্টু মিষ্টি টক ঝাল প্রেম আমাদের। হ্যাঁ, কোনও কিছুরই পরোয়া না-করা এক টিন-এজার প্রেম আমাদের।