আমার রাতদুপুরের আবদার, তোমার অভিমানে পুড়ে ছারখার! আমার কল্পনারই দেশ, তোমায় কাছে টানার রেশ! আমার লাজেভরা বেশ, তোমায় অস্থিরতায় শেষ! আমার ভালোবাসার নথ, তোমার আবেগভরা রথ! আমার মুঠোভর্তি রাগে, তোমার সবেতেই আগেভাগে! আমার কষ্টলাগার ধাঁচ, তোমার মানভাঙানো আঁচ! আমার পাগলাটে প্রেমালাপ, তোমার মনভরানো তাপ! আমার ভোরের শিশিরজল, তোমার কুয়াশিয়া শিউলিতল! আমার মিঠেকড়া ছল, তোমার অশ্রুতে বিহ্বল! আমার তুমি’কে পাওয়ার সাধ, তোমার পালানোর পথ না থাক!