নিকোটিনের অব্যর্থ ধোঁয়ায় মাতিয়ে-রাখা সিগারেটকে দাম দিতে গিয়ে ইট বালি সিমেন্ট আর কংক্রিটের নেশায় মত্ত আজকের এই শহরের কোনও এক অচেনা গলির অচেনা মোড়ে বিরহের খুব চেনা সুরটিতেই ঘটে যাচ্ছে কত কত না-বলা অব্যক্ত অসমাপ্ত ভালোবাসার না-চাইতেই যবনিকাপাত! দেয়ালের কার্নিশে যখন খেয়ালের কার্নিশটা হাজারো প্রতিযোগিতার পর পরাজিত হয়ে শেষ সম্বলটুকুও বিকিয়ে দিয়ে প্রত্যাবর্তন করে, তখন জীবনটা যেন শেষ বিকেলের বিষণ্ণতায় মুড়তে থাকে, আর ফিরে আসে সন্ধের সমস্ত রূপ রস ঘ্রাণ নিয়ে। তারপর…রাত নামে। সকালটাও হয় একসময়, তবু কী এক পরিহাসের পরিক্রমায় সেই মিষ্টি সকালের চোখে চোখ রাখার সৌভাগ্যটুকু সবার হয় না। তবুও বাউন্ডুলের পক্ষ নিয়ে ওরই গলায় বলে ফেলতে ইচ্ছে তো হয়… মোড়ের শেষ মাথায় দিনের যাপন শেষ করেছিল যারা, হঠাৎ দেখার বৃষ্টিদিনে ভীষণ ভালো থাকুক তারা।