স্মৃতির অন্তর্লেখ



মনের মাঝে কথার ছুরি,
কথায় কথায় প্রতিধ্বনি।
কেমনে বোঝাই, কেমনে বলি—
লিখে তবে মিটে খোরাক।
কথার মাঝে খোদাই করি,
তোমার এক প্রতিচ্ছবি।

খিলখিলিয়ে হাসছে সবই,
কথার ভারে নুয়ে পড়ি।
তোমার মোহে নীরবে পুড়ি,
হঠাৎ দেখি—তুমিই তো নেই!

সজাগ চোখে নিঃস্ব আমি,
স্মৃতির অন্তর্লেখখানি,
প্রতীক্ষাতে—শুধু তোমারই।
Content Protection by DMCA.com