স্থির, যদিও নির্ঘুম

১. এই নির্ঘুম রাতে মাথাব্যথা…তোমার প্রেয়সীর অভিমানের ফল!

২. আমার মুখভর্তি এসব বসন্তের দাগ সাক্ষ্য দেয়, কত কত বসন্ত আমি রং না মেখেই কাটিয়ে দিয়েছি!

৩. চোখ বন্ধ করে অনুভব করো আমায়, অথচ সামনে থাকলে চোখে চোখ অবদি রাখো না!

৪. এই শহরের সব স্মৃতি আমি ডায়েরি-ভর্তি এলোমেলো কবিতায় রেখে গেলাম। তুমি অবসরে ছন্দ মিলিয়ে দিয়ো, কেমন?

৫. আমি না থাকলে সেদিন নিজেকে যত্ন দিয়ো। চিরদিন কেউ কারুর থাকে না, বুঝলে?

৬. এতটাই রহস্যে-ঘেরা তোমার মধ্যকার তুমি,
যেন মরুভূমির বুকে আরও একখণ্ড উত্তপ্ত মরুভূমি!

৭. ভালোবাসা বার বার হলে অসুবিধে কোথায়, যদি তা কাউকে মানুষ হতে সাহায্য করে?

৮. আমি যে-নূপুর মিষ্টি হাওয়ার সাথে বেঁধেছিলাম, তার শব্দ শুনতে গেলে তোমাকে বাইরে বাইরে চঞ্চল আর ভেতরে ভেতরে আমারই মতন স্থির হতে হবে।

৯. আমি জানি না, তোমরা ভালোবাসাকে যন্ত্রণার নাম কেন দিয়েছ! আমার কাছে ভালোবাসার একমাত্র অর্থ হচ্ছে: মৃত্যু।

১০. আমি তোমার শরীর থেকে দূরে থাকতে থাকতে আত্মার এতটাই কাছাকাছি চলে এসেছি যে, এখন নিজেই বুঝতে পারছি না, দূরে যাবার পথ আসলে কোনটা!
Content Protection by DMCA.com