সুখী কষ্ট

 এইইই শোনো না...আছো? তোমার নাকি--
কষ্ট?
তাই নাকি আজ,
মনটা কাঁদে? সুখ হয়েছে--
নষ্ট?
 
মনটা কোথায়?
মনখারাপের দেশে?
তা-ই যদি হয়, হোক না!
কী-ই বা এমন যায় যে এসে!
 
আহ্, রাগ করো না, রাগ করো না...
বলছি...শোনো,
কষ্টেরও বা দোষ কী ওতে?
ওরও ভীষণ ইচ্ছে করে...
অনেক মানুষ--
ওর পাশেতে থাকুক ঘেঁষে...
লোনাজলের দুঃখ নিয়ে,
নিরানন্দের গল্পে মেতে,
জটলা বেঁধে থাকুক পড়ে--
মনখারাপের টানে...
 
সবাই যদি,
কষ্ট তাড়াই,
কষ্টরা হায় যাবে কোথায়?
ওরা কত কষ্ট করে--
সুখটা বয়ে আনে!
কেউ চাই না যেতে,
ওর দেশেতে, সাধে...
ওরও যে একলা হলে,
বড্ডো বেশি একা লাগে...
 
কষ্টেরও যে--কষ্ট অনেক,
কে বলো তা বোঝে?
তাই তোমাদের বলছি শোনো,
কষ্টরা আজ উঠুক হেসে...
দুঃখনদীর লোনাজলে,
নৌকো চলুক ভেসে...
অনিচ্ছেরও ইচ্ছেগুলো,
সবপেয়েছি’র আকাশটাতে,
উড়ুক ডানা মেলে।
 
আমি থাকি আর না থাকি,
তবুও তো, কেউ সুখে থাক্।
দিনের শেষে, কষ্টে আমার--
দিন কারও বা--বেশ ভালো যাক্!
এই যে দুখ--
এই-ই তো সুখ!
Content Protection by DMCA.com