সংবেদ

তোমাকে আমি সবটা সময়, মানে সারাক্ষণই,
আমার সাথে, আমার করে পেতে চাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।


আমার সারাটা দিন
কী এক অদৃশ্য, অপ্রকাশ্য ভালোলাগায় কেটে যায় তোমাকে ভাবতে ভাবতে,
সেকথা তুমি ভাবতেও পারবে না!


আমার প্রতি তোমার একটুখানি মনোযোগও আমাকে অনেক সুখী করে রাখে!
তোমার চোখের তারায় আমাকে ফিরে পেতে
আমি হাজারো বার জন্ম নিতে বিনা কুণ্ঠাতেই এখুনিই রাজি আছি!


তুমি আমায় ভালোবাসছ, তুমি আমায় কাছে পেতে চাইছ---
তোমার চোখে এইটুকু আকুতি দেখতেও আমি হাজার বছর বেঁচে থাকতে পারি!


আমায় তোমার প্রতিদিনই আরও একটু বেশি ভালোলাগা,
আমার সাথে থাকতে চেয়ে তোমার সুখের ঠিকানা খোঁজা,
শত কাজের ভিড়েও আমায় তোমার একটু একটু মিস করা,
তোমার কথার ভাঁজে আমার রাগ ভাঙিয়ে মন ভোলানো,
প্রতিনিয়তই আমি নামের একটা নেশায় তোমায় আরও একটু ডুবতে দেখা,
---এসব কিছু পাবার জন্য আমি হাজারটা বার হাজারভাবে তোমায় ভালোবাসতে চিরঅতৃপ্ত থেকে যেতে রাজি!


এই তুমি’টা যে আমার কাছে ঠিক কতটা,
তা তোমায় আমি কী করে বোঝাই?
এক তোমাতেই শত জন্মের জন্য বিলীন হব,
এমন ভাবতেই আমার সত্যিই অপার শান্তি লাগে!
এই তুমি নামের চাবিকাঠিটা আছে বলেই,
আমি এখনও বাঁচি, এখনও হাসি, এখনও…
আরও একটু বাঁচার স্বপ্ন দেখি!
Content Protection by DMCA.com