১. হাওয়ার চাদর গায়ে মাখি, জোৎস্নায় ভেজে মন।
২. পাখির পালকে আঁকো সন্ধে, কুয়াশায় মাখো চাঁদ।
৩. বকুলতলায় কামিনী ফুল, কামিনীতলায় সাপ!
৪. কুকুর খায় দই, আর ওদিকে মানুষ অভুক্ত।
৫. জমিনের ভূমিকম্প সবাই দেখে, নিজের মনেরটা টের পায় ক-জন?
৬. তোমার সঙ্গে চোখাচোখি হবার আগেই চোখে জল এসে গেল।
৭. তোমার যে প্রিয়, সে আমার ততোধিক প্রিয়; তবে কি আমরা শত্রু হয়ে গেলাম?
৮. মুখপোড়া মানুষ মন পোড়াবে কোথায়?
৯. ফাঁকি নাহয় না-ই দিলে, দেখা দেবে তো?
১০. প্রিয়, আর একটা বার "প্রিয়" বলো, শুনে বিদায় নিই।
১১. চুড়ির টুংটাং শব্দের চেয়ে আমার মন ভাঙার শব্দই যে তোমার বেশি প্রিয়!
১২. ফ্রিতে পাওয়া মন আর ভালোবেসে পাওয়া মন, দুটোই মিলেমিশে গেল?
১৩. তুমি অত ঘৃণা করলে ঠিক ধরে ফেলব, আমায় কত ভালোবাসো!
১৪. শোকে স্তব্ধ কবিতা যদি, উল্লাসে মাতে রক্তজবা গাছ।
১৫. আমার লেখা পথ হারালে তোমার হাসি পথ চেনাবে।
১৬. প্রিয়তমার কাজল, না প্রিয়তমার চুল, কোনটা তুলব নিলামে?
১৭. তুমি চোখের জলের সওদা করো মুখের হাসি দিয়ে?
১৮. আলোর ফোয়ারা বাতাসে ছোটে, পালায় প্রজাপতি রং হারিয়ে।
১৯. আমি হারিয়েই গেলাম নাহয়, তুমি কিন্তু সন্ধের আগেই বাড়ি পৌঁছে যেয়ো!
২০. রাস্তা ধরে পার হও? না কি মনের দুয়ারের চাবি খোঁজো?