১. আমার যা যা তুমি নিজেই নষ্ট করেছ, আজ কিনা তুমি তা তা নিয়েই প্রশ্ন তুলছ! ২. দৌলতের এত অহংকার কীসের? কীই-বা অমন কিনতে পারবে? আমি তো বহু আগেই নিজের দৌলতে নিজেই বিক্রি হয়ে গেছি! ৩. কখনও কখনও, আমিরের সামনে গেলে ফকিররাই ফকিরদের উপর চড়াও হয়! ৪. তুমি এ জীবনে আসার আগে তোমাকে খুব মিস করতাম। তুমি এ জীবনে আসার পর এখন জীবনকেই খুব মিস করি! ৫. তুমি মানুষ হিসেবে খারাপ নও। কিন্তু তোমার সঙ্গে তোমার মিলবে না। আমিও মানুষ হিসেবে খারাপ নই। কিন্তু আমার সঙ্গে তোমার মিলবে না। আমরা আলাদা হয়ে গেলেই বরং পারস্পরিক শ্রদ্ধাবোধটা টিকে থাকবে। ৬. আমি বুঝিনি, তুমি আমাকে বুঝতেই পারবে না। আগে বুঝলে কাছে আসতাম না। ৭. আমি তো তোমার ধর্মপালনে কোনও বাধা দিই না! তুমি কেন আমাকে তোমার ধর্মের দিকে অমন বিশ্রীভাবে টানছ? ৮. দুনিয়াতে কত খেলাই তো ছিল! তবু আমার মনটাকেই বেছে নিতে হলো! ৯. পথচলা কঠিন হলেও চোলো, যদি গন্তব্যটা পৌঁছানোর মতো কিছু হয়! ১০. সব জায়গা থেকে ব্লক করে দিয়েও মুক্তি পেলাম না! এখন সে স্বপ্নে আসে… ১১. অনেক শাড়ি-গহনা দিচ্ছ দেখছি! ইদানীং কি তবে দূরেই সরিয়ে রাখছ? ১২. আমি তোমাকে যতটা মিস করি, তার চাইতে অনেক বেশি মিস করি সেই তুমিটাকে, যে তুমিটা আমাকে মিস করত! ১৩. তোমাকে ফিরিয়ে দিয়েছি এ কারণে নয় যে, তোমাকে রাখা যায় না; বরং এ কারণেই যে, তোমাকে রেখে দিলে তুমি অনেক কষ্ট পাবে! ১৪. জীবন যদি কখনও এলোমেলো হয়ে যায়, সেদিন আমায় ডেকো; গুছিয়ে দেবো। ১৫. কিছু সম্পর্ক, নাম দিলেই বরং ভেঙে যায়! এখন তুমিই বলো, কোনটা জরুরি? সম্পর্কের নাম, না কি আমরা? ১৬. নিজের প্রতি ভালোবাসাকে বিসর্জন দিয়ে কারও প্রতি ভালোবাসাকে আলিঙ্গন কোরো না। করো যদি, তবে, যেদিন সে হারিয়ে যাবে, সেদিন দেখবে, তুমি নিজেই নিজেকে আর চিনতে পারছ না! ১৭. সবচাইতে সহজ তো সেই মানুষটার ভালোবাসা জেতা, যে কিনা মেসেজ আর ফোনকলের সংখ্যা গুনে ভালোবাসা গোনে! ১৮. তুমি না একসমুদ্র ভালোবাসা নিয়ে এসেছিলে? অথচ এখন আমাকে তৃষ্ণার্ত রেখেই পালিয়ে গেলে!? ১৯. আমাকে খুব হাসিখুশি দেখাচ্ছে? প্রথমদেখায় কবরস্থানকেও দেখতে পার্কের মতোই লাগে! ২০. তোমাকে পাবার আগে ভালোবাসা বুঝতাম না। তোমাকে হারাবার আগে যন্ত্রণা চিনতাম না।