শুভ জন্মদিন

কত কত বছর ধরে তোমার প্রতীক্ষায় বসে আছি,
তা আজ আমার মনেও পড়ে না!
হাজার গোলাপের ঘ্রাণে হঠাৎ মাতোয়ারা হলো এই সকালটা!
প্রভাতসূর্যের চোখে আজ একসমুদ্র বিস্ময়!


তোমার আগমনী-ধ্বনিতে আজ উচ্চারিত হচ্ছে নৈবেদ্যের মন্ত্র!
শারদ কাশের দল হাসছে বসন্তের দরোজায় এক অন্য সাজে…
কৃষ্ণচূড়ার রক্তরঙে আজ যেন শুধুই তুমি!


সমস্ত দ্বন্দ্ব পেরিয়েছে আজ অভিমানের এক-একটা চৌকাঠ!
হে আমার প্রিয় দুঃখ,
তুমি আমার সেই আকাশ, যেখানে ওড়ার...আমার অধিকারই নেই!


আজ এই মহতী দিনে তোমায় আদরে গ্রহণ যে করি,---
অত বিত্তই নেই আমার এই পর্ণকুটিরে!
প্রিয়, আমি যে বড়ো অসহায়, বড়ো অপারগ…


তবু…এই দূর থেকে পাঠাই আমার আত্মামথিত প্রেম-প্রার্থনা।
তোমার রাঙা দুপায়ে প্রণাম জানাই…
যে পায়ে তুমি হেঁটে যাবে বহু বহুপথ বিনা ক্লান্তিতে!


আমি যেন তোমাতেই মগ্ন বিভোর থাকি…
এই জন্মে, পরের জন্মে, শত জন্মেও!
আমায় ঋণী করে রেখো আমৃত্যুই!
---এই মিনতিটুকু তোমার পায়ের কাছে রেখে বলছি,
তুমি আজকের দিনে এসেছিলে বলেই এসেছি আমি!
Content Protection by DMCA.com