শাস্তি

এমন কোনও একদিন আসবে,
আমায় ভেবে তোমার দু-চোখ ভিজবে।
এমন কোনও একদিন আসবে,
আমায় ভালো না বাসতে পারায়
তোমার হৃদয়ে তোলপাড় উঠবে।
এমন কোনও একদিন আসবে,
আমার সঙ্গে কথা বলার জন্য
তোমার অন্তরের সমস্ত কথা মিলে
মিছিলে রূপ নেবে।
এমন একদিন আসবে,
তুমি আমায় আমার মতো করেই বুঝবে।
এমন একদিন আসবে,
তুমি বেলি ফুল হাতে আমার শহরে
আমায় দেখতে আসবে…

সেদিন আমায় আর খুঁজে পাবে না।
সেদিন আমি হারিয়ে যাব
তোমার দৃষ্টিসীমার অনেক দূরে...
Content Protection by DMCA.com