লালনকৃত লোকসান



কইতে কথা কষ্ট কীসের, কমজোর কোকিল?
পুষ্টিসমৃদ্ধ খাদ্যশস্য, খাদ্যপানীয়, খাবার…খাও তো?

গালিবের গালিচায় গম্ভীরমুখে গুরুজনের গালিগালাজ!
আজ তবে ঘটুক ঘটনা!

চালে চালকুমড়োর চালাটি,
ছাগল-ছাগীর ছড়াছড়ি।
—জলদি জবাব জানাও!

ঝাঁকুনিটা ঝড়ের...
টমেটোটা টক...

ঠোঁটকাটা ঠাকুরমা, ঠাকুরগাঁয়ের ঠাকুরদা . . .
“ডাকাত ডাকলে ডাকুক!”

ঢ্যাঁড়সমার্কা ঢুলিটা ঢাক-ঢোল সহ ঢাকায়…
নাই নাই, নামজাদা নতজানু নামাজি নাই।

প্রথম পরিচয়পর্ব?
ফিঙেফুলের ফিকে ফর্দ।

বুকের ব্যথাটুকু বোতলে বুঝি?
ভাঙলেই ভালো; ভালোরাখা ভোগান্তির।

মৃত্যুর মায়া, মতের মিল, মমতার মৃত্যু;
যায় যদি যুবতীরা যাক—
রবে রাই রোজই রসুইঘরে!?

লোকেদের লোভলালসায় লালনকৃত লোকসানও লাভজনক।
Content Protection by DMCA.com