লক্ষ্য যাঁদের বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হওয়া
(গত ৩ আগস্ট ২০২০ তারিখ রাত ৯টায় আমার প্রিয় ছাত্র Anam Jamil, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক-এর সাথে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগপরীক্ষার বিস্তারিত প্রস্তুতিকৌশল নিয়ে একটি ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত হয়েছিল আমার পেইজ Sushanta Paul (https://web.facebook.com/sushantaBappi/) থেকে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলাম আমি। পরীক্ষার্থীদের অনুরোধে, সে আড্ডার আলোকে, আনাম জামিল আপনাদের জন্য বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগপরীক্ষার বিস্তারিত প্রস্তুতিকৌশল নিয়ে একটি লেখা তৈরি করে দিয়েছেন। আশা করছি, এই লেখাটি আপনাদের প্রস্তুতিতে খুবই সহায়ক হবে। আগ্রহীরা নিচের লিংকে গিয়ে আমার ইউটিউব-চ্যানেল থেকে পুরো ক্যারিয়ার আড্ডাটি দেখে নিতে পারেন:
আমি ব্যক্তিগতভাবে মনে করি, ক্যারিয়ার আড্ডাটি ভালোভাবে দেখে এবং নিচের গাইডলাইনটি বুঝে বুঝে পড়ে, সে অনুযায়ী পড়াশোনা করলে আপনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে চাকরি পাবেনই পাবেন!)
বাংলাদেশ ব্যাংক (এডি) প্রস্তুতি: বাংলা
ব্যাংকের একজাম দেওয়ার পূর্বে কোন প্রতিষ্ঠান নিয়োগপরীক্ষাটি নিচ্ছে, তা জানা জরুরি। কেননা কিছু কিছু প্রতিষ্ঠানের প্রশ্নের প্যাটার্নের নিজস্বতা রয়েছে। যেমন আর্টস ফ্যাকাল্টির 'বাংলা' প্রশ্নের সুনাম সুবিদিত।
★ ব্যাংক একজামে ব্যাকরণ অংশ থেকেই বেশি প্রশ্ন সেট করা হয়। এর জন্য জর্জ এমপিথ্রি/প্রফেসরস-এর বাংলা বইটা সম্পূর্ণ পড়া উচিত। নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইয়ের প্রায় সব টপিক এই বইগুলোতে আছে। তবে ধ্বনিতত্ত্ব অধ্যায়টি বুঝে বুঝে নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র বই থেকে কয়েক বার রিডিং পড়া উচিত বলে আমি মনে করি।
★ ব্যাকরণ অংশে সন্ধি, বাগধারা, এককথায় প্রকাশ, সমাস, কারক, প্রবাদ-প্রবচন, সমার্থক/প্রতিশব্দে জোর দেওয়া উচিত, বিশেষ করে যদি আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করে, সেক্ষেত্রে| এইসব অংশ জর্জ এমপিথ্রি/প্রফেসরস থেকে পড়ার পরে সৌমিত্র শেখর স্যারের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে পড়া উচিত। ট্রান্সলেশন অংশের প্রবাদ-প্রবচনের অনুবাদসমূহ সৌমিত্র শেখর স্যারের বই থেকে পড়া উচিত। এই টপিকসমূহ একদিন/দুইদিনে মুখস্থ করা সম্ভব নয়। করলেও ভুলে যাবেন। তাই প্রতিদিন অল্প অল্প করে পড়ে ধীরে ধীরে আত্মস্থ করতে হবে।
★ বাগধারা+প্রবাদ-প্রবচন সমর পালের বইয়েরগুলোও অন্তত একবার পড়া উচিত। আর্টস ফ্যাকাল্টি স্বভাবতই বাংলা ব্যাকরণ প্রশ্ন কঠিন করে। এক্ষেত্রে এই ধরনের প্রস্তুতি সহায়ক হবে।
★ সাহিত্য অংশের জন্য জর্জ এমপিথ্রি/প্রফেসরস-এর বাংলা বইয়ের সাহিত্য অংশটা পড়ে যাওয়াই উচিত বলে আমি মনে করি। তবে যারা মনে করেন, সাহিত্য অংশের বিশাল পড়া আপনার পক্ষে মনে রাখা অসম্ভব, তারা বাংলা সাহিত্যের দিকপাল লেখকদের সাহিত্যকর্মগুলো অন্তত পড়ে যাবেন। কিছুটা কমন পাবেন। (রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, জসীম উদ্দীন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ফররুখ আহমেদ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, কায়কোবাদ ইত্যাদি)।
★ সাহিত্যে এই কাজগুলি করার পরে আপনি সৌমিত্র শেখর স্যারের বই থেকে কিছু খুঁটিনাটি পড়তে পারেন। চর্যাপদ ও মধ্যযুগীয় সাহিত্যের খুঁটিনাটি জেনে রাখা একান্ত উচিত বলে আমি মনে করি। এক্ষেত্রে স্যারের ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ বইটি অনেক বেশি হেল্পফুল হবে।
বুক রেফারেন্স:
১. জর্জ এমপিথ্রি/প্রফেসরস/অগ্রদূত বাংলা/শীকর বাংলা
২. নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ
৩. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-সৌমিত্র শেখর
৪. সমর সেন (শুধুমাত্র প্রবাদ-প্রবচন পড়বেন)
★ ব্যাকরণ/সাহিত্যের কোনও টপিকে যদি আপনি দুর্বল হন/বার বার ভুলে যান, সেক্ষেত্রে একেবারে টপিকটা পড়া বাদ না দিয়ে অন্তত ওই টপিকের বিগত বছরের নিয়োগপরীক্ষার প্রশ্নগুলো দেখে যাবেন...কমন পাবার সম্ভাবনা বেশি থাকে...
বাংলাদেশ ব্যাংক (এডি) প্রস্তুতি: আইসিটি
#কম্পিউটার টপিক:-
Computer & Internet Basic:-
Generation Of Computers, Types of Computer, Computer Memory, MS word, MS Excel, CPU.
Bit & Byte, Operating System, Various File extension---doc, docx, pdf, mpg etc.
Keyboard Shortcut, Computer Abbreviation, Different Networking System---LAN, MAN, WAN etc.
Programming Language, Software, Data Security, Antivirus, Social Networking etc.
বুক রেফারেন্স:
১. ইজি কম্পিউটার/ একজাম-এইড কম্পিউটার
২. নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির বোর্ড বই
3. Exam Veda
4. Indiabix
5. AffairsCloud
বাংলাদেশ ব্যাংক (এডি) প্রস্তুতি: সাধারণ জ্ঞান
১. সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ার বিকল্প নেই।
২. তবে মান্না দে’র সংক্ষিপ্ত সাধারণ জ্ঞানের বইটা খুব গোছানো|
বাংলাদেশ ব্যাংক (এডি) প্রস্তুতি: ম্যাথ
যে-কোনও ব্যাংক পরীক্ষায় আসা ম্যাথে দক্ষ হতে করণীয়:
শুরুতেই সবার আগে, আমি ম্যাথে খুবই দুর্বল, আমার ম্যাথ করতে ভালো লাগে না, এসব বিষয় মাথা থেকে দূর করতে হবে।
মনে রাখবেন, যাঁরা পরীক্ষা দিয়েছেন এবং সফল হয়েছেন তাদের কেউই দৈবজ্ঞান লাভ করেননি, সবাই কষ্ট করেই আজ এ পর্যায়ে এসেছেন।
কেউ কেউ আছেন, শুরু থেকেই ম্যাথে অনেক দক্ষ। খুব সহজে যে-কোনও ম্যাথ ধরতে পারেন। তার কারণ হলো, তাঁরা ছোটোবেলা থেকেই ম্যাথটাকে প্রাধান্য দিয়ে এসেছেন। তাঁদের ভালো লাগার লিস্টের মধ্যে ম্যাথটাও ছিল।
তাই বলে হতাশ হলে তো চলবে না। সমস্যার দিকে বেশি মনোযোগ না দিয়ে সমাধানের দিকে মনোনিবেশ করুন। তবেই ফল পাবেন। অনেক ছাত্রছাত্রীকে দেখেছি ম্যাথে খুব বেশি দুর্বল ছিলেন। তাঁদের অনেকেই আজ খুব ভালো ভালো ছাত্রছাত্রীদের সাথে সমান তালে পাল্লা দিয়ে চলেছেন।
তাদের সফলতা পর্যালোচনা করলে কয়েকটি বিষয় সামনে আসে:
১। বেসিক ম্যাথগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে।
২। প্রতিটি চ্যাপ্টারের ম্যাথ করার আগে ম্যাথের বেসিকগুলো এবং উদাহরণগুলো অনেক বেশি সময় নিয়ে ভাবতে হবে, তারপর অন্য ম্যাথগুলো সল্যুশন না দেখে নিজে নিজে করার চেষ্টা করতে হবে। যদি না পারেন, তখন সল্যুশন দেখতে পারেন।
৩। বেসিক ম্যাথগুলো কয়েক বার রিভিশন দিন। বিশেষ করে যেই ম্যাথগুলো প্রথম বার নিজ থেকে মিলাতে পারেননি, সেগুলি এবার নিজে নিজে পারছেন কি না দেখুন।
#বেসিক শক্ত করার জন্য কিছু বই: সাইফুরস ম্যাথটাই আমার কাছে বেশ ভালো লাগে, তবে অনেকেই খাইরুল বেসিক ম্যাথটাও পছন্দ করেন। ত্রিকোণমিতি, পরিমিতি, বীজগণিত এগুলোর জন্য আমার মতে ৯ম ও ১০ম শ্রেণির শ্রেণির বই যথেষ্ট।
এবার ধরে নিচ্ছি, আপনার বেসিক মোটামোটি পাকাপোক্ত।
তবে সরাসরি অ্যাডভান্সড লেভেলে যাওয়ার আগে আমি আরেকটি মধ্যম মানের বই সাজেস্ট করব।
এই বইটি পড়লে সত্যিই উপকার পাবেন। বইটি হলো মেন্টরস-এর ম্যাথ কিউ ব্যাংক। বইটি মূলত IBA-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে করা। যাঁরা বিভিন্ন পরীক্ষায় ইতোমধ্যে অংশগ্রহণ করেছেন, তাদের সবাই জানেন, IBA-এর প্রশ্ন মানেই একটু ট্রিকি। প্রশ্নগুলো খুব বেশি কঠিন হবে না, যদি আপনি তাদের ট্রিকগুলো ধরতে পারেন। আর সেই ট্রিকগুলোর সাথে পরিচিতি লাভ করতে এই বইটি বেশ কাজ দিবে।
#এবার আসি অ্যাডভান্সড লেভেল এবং রিটেন পার্ট নিয়ে:
অ্যাডভান্সড লেভেলের জন্য আমাদের ‘জাতীয় বই’ হলো আর এস আগারওয়াল।
আর হবে না-ইবা কেন! এতে রয়েছে প্রচুর সংখ্যক ম্যাথ এবং এই ম্যাথগুলোর মধ্যে রয়েছে অনেক জটিল জটিল ম্যাথ, যা করতে পারলে আপনার দক্ষতা অনেকগুন বেড়ে যাবে।
আমাদের অনেকেই আর এস আগারওয়ালের alternative হিসেবে খাইরুল অ্যাডভান্সড বা ম্যাথ বাইবেল বাই বুয়েটিয়ান, এই দুটি বই কিনে থাকেন। দুটিই ভালো বই। যার যে রাইটার পছন্দ, সেটাই কিনে নিতে পারেন। তবে নতুন ম্যাথ বাইবেল-এ অনেক বেশি ওয়েবসাইটের কালেকশন পাবেন। আর সাথে রয়েছে ৯ম-১০ম শ্রেণির মূলবই থেকে নেওয়া গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার।
এর বাইরেও অরুণ শর্মার একটি বই Quantitative Aptitude for CAT বইটিও ভালো করেছে।
এবার যদি আরও একটু অ্যাডভান্সড-এ যেতে চান, অর্থাৎ অ্যাডভান্সড কিছু ট্রিক্স, যা দিয়ে খুব সহজেই ম্যাথ মিলানো যায়, এমন একটি বইয়ের খোঁজ করেন, তবে Pearson-এর Quantitative Aptitude বইটি দেখতে পারেন।
আমাদের দেশে যেসব বইতে বিভিন্ন ট্রিক দেখিয়ে আপনাদের চমকে দেওয়া হয়, তার বেশিরভাগই এই বইতে পাবেন। এখানে এত এত শর্টকাট আছে, যা করে আপনি কুলাতে পারবেন না। শর্টকাটগুলো প্রিলির জন্য কাজ দিবে, তবে শর্টকাট শেখার আগে ম্যাথটি বেসিক নিয়মে আপনি পারেন কি না, তা অবশ্যই নিশ্চিত করবেন। অন্যথায় নিশ্চিতভাবেই ধরা খাবেন।
রিটেনের জন্য কোথা থেকে পড়বেন?
আর এস আগারওয়ালের বইটি করলে রিটেনের অনেকটাই হয়ে যাবে। অর্থাৎ ৫টি রিটেন দিলে অন্তত ৩টি আপনি এই বই পড়ে মেলাতে পারবেন বলে আশা করা যায়। তবে মাঝে মাঝে রিটেনে এমন সব ম্যাথ দিয়ে বসে, যা আগারওয়ালের সাথেও মেলে না। সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটের ম্যাথগুলো করতে হবে।
আমার মতে যে-কোনও শিক্ষার্থীর Examveda+Careerbless---অন্তত এই দুটি ওয়েবসাইটের সবগুলো ম্যাথ করা উচিত।
আর বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই করবেন। ম্যাথগুলো সব গুগলে সার্চ দিবেন, যাতে কোন কোন ওয়েবসাইট থেকে ম্যাথ দেয়, তার সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারেন।
এখন বলতে পারেন, এত এত বই সাজেস্ট করলেন, কোনটা পড়ব?
দেখুন, আমি যা বলেছি, আমার অভিজ্ঞতা থেকে বলেছি। অনেকেই শুধুমাত্র আগারওয়াল করেও সব জায়গায় টিকে যাচ্ছেন, আর অনেকেই সব করেও টিকছেন না। বিষয়টা আসলে আপনার ম্যাথের লেভেলের উপর নির্ভর করে। ডাক্তার যখন কোনও রোগের ঔষধ দেন, তখন কোনও কোনও ব্যক্তিকে দেন অনেক মাইল্ডডোজ, আবার অনেকের অনেক কড়া লাগে। কোন বই পড়ে আপনার মানসিক বিকাশ কতটুকু ঘটছে, তার উপর নির্ভর করছে আপনার আর বই পড়ার দরকার আছে কি না। অনেকের বেসিক স্ট্রং বলে কোনও ম্যাথকে ঘুরিয়ে পেঁচিয়ে দিলেও তিনি সহজে উত্তর বের করে ফেলতে পারেন। আবার অনেকের সেই ক্ষমতা থাকে না। সেক্ষেত্রে বেশি ম্যাথ করে গেলে একই ধরনের ম্যাথ পরীক্ষায় এলে আপনার মিলাতে সুবিধা হবে।
আপনার গ্রোথ কতটুকু হচ্ছে, তা বুঝতে হলে আপনি ব্যাংকগুলোর বিগত বছরের প্রশ্ন নিয়ে বসুন। বিশেষ করে রিটেন ম্যাথগুলোর ক্ষেত্রে এটা করাটা আবশ্যক। এবার আপনি নিজেই বুঝতে পারবেন আপনার আর অন্য কোনও বই থেকে ম্যাথ করার দরকার আছে কি নেই।
বুক রেফারেন্স:
1. ৯ম-১০ম শ্রেণির বই
2. সাইফুরস ম্যাথ
3. মেন্টরস-এর ম্যাথ কিউ ব্যাংক
4. আর এস আগারওয়াল/খাইরুল অ্যাডভান্সড/ম্যাথ বাইবেল বাই বুয়েটিয়ান (দ্বিতীয় এডিশন)
5. অরুণ শর্মার Quantitative Aptitude for CAT
6. Pearson-এর Quantitative Aptitude
ওয়েবসাইট:
1. Examveda, Careerbless, GMAT Club, Indiabix, Sawaal etc.
বাংলাদেশ ব্যাংক (এডি) প্রস্তুতি: ইংলিশ
ব্যাংক জবের ইংলিশকে আমি তিনটি সেকশনে বিভক্ত করেছি---
1. Grammar
2. Vocab+Others
3. Written
1) প্রথমেই Grammar সেকশনটা নিয়ে বলছি:
*) Cliffs TOEFL বইটি ইংলিশ গ্রামারের দুর্গ। তাই এই বইটির গুরুত্ব অপরিসীম। অনেকেই আছেন যাঁদের ইতোমধ্যে বইটি পড়া আছে। যদি না থাকে, তবে অবশ্যই পড়ে নিন।
*) Cliffs TOEFL পড়া হয়ে গেলে তারপর Peterson's TOEFL বইটি কিনে এখান থেকে Clause এবং Inversion সেকশনগুলো ভালোমতো দেখে নিন। যে যা-ই বলুক, Clause ভালোভাবে বোঝার জন্য এই বইটির কোনও বিকল্প নেই।
এ তো গেল বেসিক গ্রামার। এবার আসুন একটু অ্যাডভান্সড লেভেলে আসা যাক।
*) অ্যাডভান্সড গ্রামার বলতে মূলত Sentence Correction সলভ করাকে বোঝানো হয়। আর এ সেকশনে ভালো করতে হলে আপনার অবশ্যই বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। Sentence Correction-এর জন্য অনেক SAT/GMAT বই রয়েছে। কিন্তু শুরুতেই এসব বই পড়তে গেলে আপনি হয়তো পড়ার আগ্রহ হারিয়ে ফেলবেন। আপনার জন্য বেটার অপশন হবে Zakir Hossain স্যারের The Anatomy of English Sentence বইটি পড়া। বইটিতে ৩২টি রুলের আলোচনা করা হয়েছে, যেগুলো Sentence Correction সলভ করতে অনেক কার্যকরী। এছাড়া পরবর্তীতে অনেকগুলো Exercise দেওয়া হয়েছে, যেগুলো করলে Sentence Correction নিয়ে মোটামুটি একটা ধারণা পাবেন।
*) এখান থেকে Sentence Correction করা হয়ে গেলে আপনি Barron's SAT বইটি থেকে আরও অনেক অনুশীলন করতে পারেন।
- এখানে Diagnostic Test-সহ আরও ৫টি Practice Set রয়েছে, যেগুলো ভালোভাবে বুঝে করলে এই পার্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে।
Barron's SAT-এর Link: https://drive.google.com/file/d/1cQV6emm_5TBUlw_Pg9muW58arJglE7Wd/view?usp=drivesdk
**) এর বাইরে চাইলে নিচের লিঙ্ক থেকেও Practice করতে পারেন:
Majortest-এর Link:
https://www.majortests.com/gmat/sentence_correction.php
*) Sentence Correction করার পাশাপাশি Pinpoint Error সলভ করতে ভুলবেন না।
Majortest-এর Link:
https://www.majortests.com/sat/grammar.php
CracSat-এর Link:
https://www.cracksat.net/sat/identifying-sentence-errors/
2) Vocabulary & Others:
*) Vocabulary এর জন্য বেস্ট বই হলো Word Smart 1&2। এই বইটিতে মোট ১৫00+ Word রয়েছে, যা যে-কোনও পরীক্ষায় কাজে লাগবে।
*) English ভার্সনটি পড়তে সমস্যা হলে Saifur's Vocabulary বইটিও কিনতে পারেন। তবে ইংলিশ ভার্সনটাই আমি সাজেস্ট করব|
- Word Smart বইটি পড়ার সময় মূল Wordগুলো অবশ্যই Spellingসহ পড়বেন। AUST অনেক সময় এখান থেকে Spelling দিয়ে দেয়।
*) পাশাপাশি Sentence Completion-এর জন্য নিচের লিঙ্কগুলো থেকেও Practice করতে পারেন:
Majortest-এর Link:
https://www.majortests.com/sat/sentence-completion.php
CracSat-এর Link:
https://www.cracksat.net/sat/sentence-completion/
Examveda-এর Link:
https://www.examveda.com/competitive-english/practice-mcq-question-on-sentence-completion/
*) এরপর আসি Spelling, One-Word Substitution, Preposition, Group Verb এসব নিয়ে।
- এগুলো মূলত মুখস্থ করার বিষয়। এসবের জন্য বাজারে এই মুহূর্তের বেস্ট বই হলো MASTER by Jahangir Alam. এটি অসাধারণ একটি বই, যেটি থেকে প্রায় বেশিরভাগ প্রশ্নই কমন পাবেন। এ ছাড়াও English For Competitive Exams বইটিও পড়তে পারেন|
- এই বইগুলো থেকে গ্রামার সেকশনটিও আপনারা practice করতে পারেন, যা করলে অনেক কিছুই জানতে পারবেন।
3) Written:
Focus Writing:
1. English A2B
2. Unique English Essay
Translation:
1. Saifur’s Written
2. Mahid’s Sompadokiyo.
বুক রেফারেন্স:
1. Cliffs TOEFL
2. Peterson's TOEFL
3. Zakir Hossain স্যারের The Anatomy of English Sentence
4. Barron's SAT বইটি থেকে Sentence Correction Diagnostic Test-সহ আরও ৫টি Practice Set-গুলো
5. Word Smart 1&2
6. MASTER by Jahangir Alam/ English For Competitive Exams
ওয়েবসাইট:
1. https://drive.google.com/file/d/1cQV6emm_5TBUlw_Pg9muW58arJglE7Wd/view?usp=drivesdk
2. https://www.majortests.com/gmat/sentence_correction.php
3. https://www.majortests.com/sat/grammar.php
4. https://www.cracksat.net/sat/identifying-sentence-errors/
5. https://www.majortests.com/sat/sentence-completion.php
6. https://www.cracksat.net/sat/sentence-completion/
7. https://www.examveda.com/competitive-english/practice-mcq-question-on-sentence-completion/
আপনাদের জন্য শুভকামনা রইল।
আনাম জামিল
সহকারী পরিচালক
বাংলাদেশ ব্যাংক
(বাংলা অংশটুকুর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি সনদ বড়ুয়া স্নেহাশিস, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক-কে।
ম্যাথস অংশটির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি সামিউল হোসাইন, পরিচালক, ইপিটমি, অ্যা স্টাডি এইড সেন্টার-কে।)