ভ্রান্তি

আমি তোমার পথে-ফেলে-আসা গোলাপকে প্রেম ভেবেছিলাম!
হ্যাঁ, আমি ভুল করেছিলাম!
গোলাপের সাথেই থাকা কাঁটাকে খেয়াল করতে আমি ভুলে গিয়েছিলাম!
আমি তোমার মোহে এতটাই বিভোর হয়ে ছিলাম যে বিষের স্বাদেও অমৃত খুঁজে পেয়েছিলাম!


আমার সমস্ত আবেগ তুমি বিক্রি করেছ কিছু পরিমাণ প্রতারণার বিনিময়ে, বেশ চড়া দামে!
আমার কথামালাকে তুমি কেড়ে নিয়েছ তোমার অমানুষ হবার যথার্থ পুরস্কার হিসেবে!
অল্প কিছুদিনের জন্য হলেও, তুমি বেইমানি করে, ঠিকই এক কপট প্রেমিক হতে পেরেছিলে, ভালোবাসার নাটকটা নিখুঁত অভিনয়ে করতে পেরেছিলে!


তুমি যদি জানতে---
কী যন্ত্রণাদায়ক এই প্রতারণা,
কী অসহ্য রকমের বেদনাদায়ক এই মিথ্যে,
কী নৃশংস তোমার এই লুক্কায়িত সত্যাপন,
তবে তুমি অন্তত একবার হলেও,
ভয়ংকরভাবে ভীতসন্ত্রস্ত হয়ে পড়তে!
তুমি তখন সত্যিই তীব্র এক মৃত্যুযন্ত্রণা অনুভব করতে!
Content Protection by DMCA.com