ভেজা চোখের খোঁজে



একলা রাস্তায় হাঁটছি,
রাত গভীর হতে আর কতটা সময় বাকি?

ল্যাম্পপোস্টের নিভু আলোয়...
তোমার মুখটা হঠাৎই চোখের কোণে ধরা দিল,
আমি থমকে দাঁড়ালাম!

গাছের পাতা থেকে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা
গায়ে এসে পড়তেই—
মনটা অশান্ত হয়ে উঠল।

ঝড়ো বাতাস বইতে শুরু করেছে,
দৌড়ে বাড়ি পৌঁছুতে পারব তো?

পিচঢালা রাস্তা ভেজা;
ভেজা কুকুর, চলন্ত গাড়ির ভিড়ে—
ভেজা চোখদুটো কোথায় হারাল?
Content Protection by DMCA.com