ভুল প্রতিশ্রুতি

 
তোমার ছায়া আমার চোখে কতকত কাল!
তোমার কথা ভাবতে-ভাবতে কী আনমনে
তোমার ছবিতে ঠোঁটটা ছোঁয়াই নিবিড়ভাবে!
এসব দেখে একটু হেসে রাত হাঁটে সন্তর্পণে।


আমি সেই মেয়ে,
যাকে বলা হয়েছিল,
প্রথম রাতে
কেউ আমার হৃদয় নেবে---পুরো পুরোটাই!


সবাইই তো যাত্রী!
সবার নিয়তিও এক!
এই আমি একা এই পৃথিবীতে!
সেও দেখি একা ওই আকাশে!
Content Protection by DMCA.com