ভুলটা আমারই

এই পৃথিবীটা বড্ড বেশিই স্বার্থপর!
বিনিময় প্রথাটা একপাশে সরিয়ে রেখে
এ পৃথিবী যেন কিছু মানতেই চায় না!
এত লেনদেনের হিসেব মেটাতে মেটাতে…
আজ আমি সত্যিই ভীষণ ক্লান্ত!


আমি তো বলিনি, আমাকে মনে রাখো!
বলিনি তো…আমাকে ভুলে যাওয়া চলবে না!
আমি তেমন কে-ইবা ছিলাম!
শুধু বলেছিলাম, যেটা আমি পেয়েছি না চাইতেই,
সেটার অনর্জিত ক্ষতিপূরণ কি না নিলেই নয়?
শুধু বলেছিলাম, যা আমি দিয়েছি না চাইতেও,
তার মূল্যটা চুকিয়ে না দিলেই কি নয়?
থাকত নাহয় একটুখানি ঋণ…
তোমার আমার কাছে, আর আমার তোমার কাছে?


না…সে শুনলই তো না!
জানি তো…শুনবে কী করে!
শুনলে কি আর চলত জীবন!
সে যে মস্ত বড়ো পৃথিবী,
আর আমি তো খুব ক্ষুদ্র এক বাসিন্দা তার!


না না…আমার কাছে ঋণ রইলে,
তার যে চলবে না গো!
সে যে হিসেবে দারুণ পাকা!
তার হিসেবে ভুল হলে কি আর চলে!
আচ্ছা, সত্যিই কি সে নিরপেক্ষ হিসেব নিয়েছে,
না কি আমিই হিসেবটা মেলাতে পারিনি আজও?
কী জানি!


কম্পাসকে ঠিকমতো ঘোরাতে পারলে
সার্কেলের রেডিয়াস তো কখনও এদিক ওদিক হয় শুনিনি!
তবে বোধহয় ভুলটা আমারই!
কম্পাসটাকেই এখনও আয়ত্তে নিতে পারিনি!
Content Protection by DMCA.com