ভীত যানজোট

রাস্তা পার হতে ভয়,
বেআক্কেলের গাড়িগুলো হঠকারি,
ধৈর্যহীন অস্থিরতা
কখন নিভিয়ে দেয়
হাতের আড়ালে ঢাকা
কাঁপা কাঁপা কাঁপা
প্রদীপের আলো।

কত যান, কত লোক
ছুটে যায় নিজের ঠিকানায়।
কেউ তো ফিরে তাকায় না
আমি যখন একলা পথ চলি।

তার পরে অনেক পায়ে
একসঙ্গে পথ চলে চলে
যখন একে একে যোগ হলো
বহুজন মিছিলে,
তখন গোটাপথের দখলদারি
আমরাই পথ চলি
পায়ে পায়ে দলে।

ট্রাফিকের রক্তচক্ষু হুঁশিয়ারি
পথ দেয় ভীত যানজোট,
আর দু-পাশে সচকিত চোখ
বারে বারে তাকায় আমাদের।