সব কিছু হারিয়ে যায় কেন, বলতে পারো?
আমাকে দেখেছ?
ঠিক যেন জমাটবাঁধা ক্ষত!
মনে হয় না ওরকম?
আমার হারিয়ে যাবার কথা—
সন্ধ্যাতারার মতন।
তুমি আমায় বুকের গভীরে আগলে রেখো—
আমার চলে যাবার খবরটা…
কেবল তোমাকেই জানিয়ে যাব।
আমি মনটাকে কিছুতেই শক্ত করতে পারছি না…
আমার যে এই মুহূর্তে তোমাকে ভীষণ প্রয়োজন!
আচ্ছা, কী বলে বিদায় নেব?
তুমি ভালো থেকো!