ভাবনার বনসাই: এক-শো উনসত্তর

১. সে
ভালোবাসে যতটা,
বিরক্ত করে ততোধিক।




২. তুমি ভুলে যাও,
আমি আছি।
আর আমি ভুলে যাই,
তুমি নেই।




৩. যারা তোমার ধর্মের নয়,
তাদের কেউই অধর্মের‌ নয়।




৪. বাবার কাছে দৌড়ে গিয়ে
ছেলেটি বলে,
জন্মে যে পাপ করেছি,
তা তুমি ক্ষমা কোরো।




৫. জীবন---
আহা, কী সুন্দর!
হায়, কী মৃত!




৬. সাদার সমুদ্রে কালো,
তুষারের মধ্যে কাক।




৭. কাস্টমার দেখে
দোকান চেনা যায়।




৮. প্রেমে দেহ‌ই ভালো,
মন বেশি ঝামেলা করে!




৯. দেশ চালাতে
বুদ্ধি লাগে,
তার সাথে লাগে
বিবেকহীনতা।




১০. পছন্দের মানুষ কথা না রাখলে
ওটার নাম, "সময়ের প্রয়োজনে"।
অপছন্দের মানুষ কথা না রাখলে
ওটার নাম, "মিথ্যার আয়োজনে"।




১১. যখন কেউ বলে,
'প্রত্যেকটি বোধসম্পন্ন মানুষ...',
তখন সে আসলে নিজের কথাই বলে।




১২. পরিশ্রমকে অপছন্দ করলে
এমন কাউকে বিয়ে করো, যে ধনী।
ভালোবাসাকে পছন্দ করলে
এমন কাউকে বিয়ে করো, যে বেকার।




১৩. তার কাছে চরিত্রের বড়াই করে কী লাভ,
যে চরিত্রহীন কাউকেই খুঁজছে?




১৪. লোকে এমন কাউকেই অধস্তন হিসেবে পছন্দ করে,
যার তেমন কোনও প্রতিভা নেই
এবং যে এই ব্যাপারটা মাথানত করে মেনে নেয়।




১৫. বৃদ্ধরা তরুণদের এক‌ইসঙ্গে
ভালোবাসে এবং ভয় পায়,
কেননা তরুণেরা বৃদ্ধদের
বার্ধক্যের কথা মনে করিয়ে দেয়।




১৬. যে মেয়ে তোমার চাইতে বেশি ঝামেলার মধ্যে আছে,
তার সঙ্গে প্রেম করার চাইতে বড়ো বোকামি আর নেই।




১৭. মনে রাখতে হবে,
নায়ক এক জন‌ই হয়,
বাকি সবাই অনুসারী।




১৮. বোকারাই একা একা ব্যর্থ হয়,
বুদ্ধিমানেরা সবাইকে নিয়ে ব্যর্থ হয়।




১৯. ভালোবাসায় ঝামেলা বাধায় সেক্স,
আর সেক্সে ঝামেলা বাধায় ভালোবাসা।




২০. লোকে স্ত্রীর সঙ্গে ঘুমায়,
অন্য মেয়ের সঙ্গে জেগে থাকে।
Content Protection by DMCA.com