ব্যথার মধুর প্রহার



বুকের ঠিক মাঝখানটায়,
কীরকম এক ব্যথা অনুভূত হলো।
শুরুর দিকে তা মধুর এক কম্পনের সূচনা করল—
যেন কষ্টই চরম সত্যের উপভোগ্য বস্তু।
মনের মধ্যে প্রিয় মুখের ভীষণ আসাযাওয়া...
এ যেন এক অসহ্য সুখ!
অনুভূতির সাথে ব্যথার এক দারুণ সহাবস্থান!

যেন আকস্মিকভাবেই প্রতারণা করে বসল—
বুকের খাঁচায় রাখা শীতল হৃৎস্পন্দন।
সেই গভীর নৈঃশব্দ্যের রাতে...
মন্থর স্পন্দন বেপরোয়া গতিতে ছুটতে থাকল,
তীব্র থেকে তীব্রতর হতে থাকল—
অসহ্য ব্যথার প্রহার।

শ্বাসরুদ্ধকর পথের সময়কাল যত বাড়ল,
এই ব্যথার বাগানের প্রবেশদ্বার হলো বন্ধ।
দীর্ঘযাত্রায় সারি ধরে দাঁড়িয়ে-থাকা—
এক মৃত্যুপথযাত্রীর দৃষ্টি
বিক্ষিপ্ত গতিতে আমায় তাড়া করল;
আমাকে দেখেই যেন সে—
মুচকি হেসে পাশ ফিরে তাকাল।